ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে সন্ত্রাস বিরোধী মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

  • আপলোড তারিখঃ 24-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12474 জন
রাঙ্গামাটিতে সন্ত্রাস বিরোধী মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার ছবির ক্যাপশন: ১


​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি  জেলা প্রতিনিধি:-

​রাঙ্গামাটি জেলা শহরের কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি রাজনৈতিক মামলায় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ভেদভেদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সিরাজ উদ্দিন (৪৮)। তিনি রাঙ্গামাটি পৌরসভার ০৬নং ওয়ার্ডের ভেদভেদী পিডিবি কলোনী এলাকার বাসিন্দা এবং ০৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি রাজনৈতিক মামলা বিচারাধীন ছিল। আজ ২৪ ডিসেম্বর বিশেষ অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশ ভেদভেদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন