ঢাকা | বঙ্গাব্দ

কথিত সাংবাদিক ফায়সাল মাহমুদের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা।

  • আপলোড তারিখঃ 14-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 294 জন
কথিত সাংবাদিক ফায়সাল মাহমুদের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা। ছবির ক্যাপশন: ১


 ক্রাইম রিপোর্টার://

যাত্রাবাড়ীতে লেবেসদারী কথিত সাংবাদিক ফায়সাল মাহমুদ ও মোঃ বাদলের  চাঁদাবাজির বাণিজ্যের বলির পাঠা বাবু কসাই ও মামা চায়ের দোকানদার, জসিম বিরানী মালিক মোঃ মাহফুজ, শিক কাবাবের মালিক অলি, আল ইসলামের রেস্টুরেন্ট, ।

 কথিত সাংবাদিক ফয়সাল মাহমুদ ও মোঃ বাদল এর বেপরোয়া চাঁদাবাজি ও নিউজ বাণিজ্যের অভিযোগ  করেন যাত্রাবাড়ী ব্যবসায়িকরা । দিনের পর দিনের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মনির হোসেন এর নিকট।

 বাবু কসাই কাবাব এর দোকানদার বাহাদুর শাহ পরিবহনের নামে মিথ্যা মনগড়া নিউজের বিষয়টি নিয়ে লেবেস দারী কথিত সাংবাদিক  ফয়সাল মাহমুদ ও মোঃ বাদলের সাথে কথা বললে  ।

 সাংবাদিক মনির হোসেনের ও জাতীয় দৈনিক মাতৃভূমির খবরের নাম উল্লেখ করে মিথ্যা মনগড়া বানোয়াট নিউজ করা হয় , দৈনিক রুপবানী পত্রিকায় l লেবেস দাড়ি কথিত সাংবাদিক ফায়সাল ও বাদলের গং দের  ব্যাপারে  তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে কথিত সাংবাদিক ফয়সাল মাহাম্মদ ও বাদল মাদক ব্যবসায়ের সাথে জড়িত ও সেবন করে। যার প্রমাণ তাদের চেহারা এবং কথাবার্তা বলার ভঙ্গিমায় বুঝা যায়।  এই কথা গুলো বলেন ওয়ারী বিভাগের এলাকার বাসিন্দারা আরও বলেন  প্রশাসন যদি তাদেরকে ধরে   তদন্ত করে কথিত সাংবাদিকদের কুকর্ম বেরিয়ে আসবে। 

 অনুসন্ধানে আরো জানা যায়  কথিত সাংবাদিক ফায়সাল মাহমুদ ও মোঃ বাদল বানোয়াট মিথ্যা নিউজ করে ওয়ারির বিভাগের ডিসি ও যাত্রাবাড়ী থানার এসি এবং ওসি নিকট জমাদেন ব্যবসায়ীদের হয়রানি করার জন্য।

 কথিত সাংবাদিক ফয়সাল মাহমুদ ব্যবসায়ীদের হয়রানি করার জন্য বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল সময় টিভি, এশিয়ান টেলিভিশন,এখন টিভি, আর টিভি  , আরও অনেক টেলিভিশনের  নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে দিনের পর দিন । এমন অবস্থায় যাত্রাবাড়ী ভুক্তভোগী ব্যবসায়ীকরা চাঁদাবাজি বন্ধ করার জন্য  প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে প্রথমবার, উপস্থাপিত হবে ৭০টির বেশি গবেষণাপত্র