ঢাকা | বঙ্গাব্দ

সাবেক স্পিকার শিরীন শারমিনসহ পরিবারের ব্যাংক হিসাব তলব

  • আপলোড তারিখঃ 05-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 638599 জন
সাবেক স্পিকার শিরীন শারমিনসহ পরিবারের ব্যাংক হিসাব তলব ছবির ক্যাপশন: ১

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী, সন্তানসহ পরিবারের পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।চিঠিতে শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, ছেলে সৈয়দ এবতেশাম রফিক ও মেয়ে লামিসা শিরীন হোসাইন এবং মো: শফিউল ইসলামের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত দোসরা সেপ্টেম্বর স্পিকার হিসেবে পদত্যাগ করেন তিনি।রংপুরের তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

সূত্র : বিবিসি





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন