ঢাকা | বঙ্গাব্দ

দু’দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ

  • আপলোড তারিখঃ 21-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 584291 জন
দু’দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ ছবির ক্যাপশন: ১

রিপোর্ট আরিফ রহমান //আগামী দু’দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর। তারা বলছে— পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা উত্তর-পশ্চিম দিকে সরবে। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ওই লঘুচাপ থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ২৩ সেপ্টেম্বরের মধ্যে। তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব কোথায় পড়বে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে গত কয়েকদিনের ভ্যাপসা গরম আজ কিছুটা কমেছে ঢাকাতে। সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। ১১টার পর বৃষ্টিও হয়েছে কোথাও দেখা যায়। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ