কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। দেশের জনপ্রিয় এ গায়িকা বিভিন্ন অ্যালবাম থেকে শুরু করে প্লে-ব্যাকেও অসংখ্য গান করেছেন। গতকাল শনিবার তিনি তার ফেসবুকে পাকিস্তানের জনপ্রিয় কন্ঠশিল্পী আতিফ আসলামকে নিয়ে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘আমিও বহু বছর ধরে এই কাজটি করে আসছি।’ কেন তিনি সেই পোস্ট শেয়ার করলেন এবং কেনই বা তিনি এই কথাটা লিখলেন? আসুন মূল ঘটনা জেনে নেওয়া যাক।
ঘটনা মূলত, ভেরিফাইড পাকিস্তান নামে পাকিস্তানের একটি ফেসবুক পেইজে আতিফ আসলামের একটি ছবি শেয়ার করে জানায়, ‘পাকিস্তানের গায়ক আতিফ আসলাম সৌদি আরবে গান করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আতিফ বলেছেন, আমার মন পবিত্র স্থানে গান করতে সায় দিচ্ছে না।