ঢাকা | বঙ্গাব্দ

রাজধানী যাত্রাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ১টি বিদেশি অস্ত্র ৩ তিন রাউন্ড গুলি ও জালনোট সহ তিনজন আটক।

  • আপলোড তারিখঃ 29-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 120903 জন
রাজধানী যাত্রাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ১টি বিদেশি অস্ত্র  ৩ তিন রাউন্ড গুলি ও জালনোট সহ  তিনজন আটক। ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক ://

রাজধানী যাত্রাবাড়ীতে গত২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দিবাগত রাত আনুমানিক ০২০০ ঘটিকায় ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও যাত্রাবাড়ি থানা পুলিশের সমন্বয়ে মাতুইয়াল মুসলিম নগর এলাকায় বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ফারুক নামের একজন ব্যক্তিকে আটক করে তল্লাশির সময় তার কাছে ১০০০.০০ টাকার একটি এবং ২০০.০০ টাকার একটি জাল নোট পাওয়া যায় এবং মোবাইলে কয়েকটি অস্ত্রের ছবি পাওয়া যায়। প্রাথমিকভাবে অস্বীকার করলেও ফারুক নামের উক্ত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে উক্ত অস্ত্র বহনের কথা স্বীকার করে। তবে উক্ত অস্ত্র বর্তমানে তুষার নামের আরেক ব্যক্তির তত্ত্বাবধানে আছে বলে জানায়। তৎক্ষণাৎ মাতুয়াইল মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে তুষারকে আটক করা হয় এবং সে অস্ত্র পরিবহনের সত্যতা স্বীকার করে। এছাড়াও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


কিন্তু আটককৃত তুষারের কাছে অস্ত্র পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত অস্ত্র সোহেল নামের ব্যক্তির কাছে আছে বলে প্রতীয়মান হয় যার অবস্থান বাড্ডা এলাকায়। উক্ত দুই আসামীর মাধ্যমে সুকৌশলে ফাঁদ পেতে সোহেলকে অস্ত্রসহ যাত্রাবাড়ি এলাকায় আনা হয় এবং অস্ত্রসহ গ্রেফতার করা হয়।


উল্লেখ্য যে, আটককৃত ফারুক, তুষার এবং সোহেল এর নামে সন্ত্রাসী কার্যক্রম, গাড়ি পোড়ানো, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে অস্ত্র দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণও পাওয়া গিয়েছে। আটককৃত ব্যক্তিদের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমান পাওয়া না গেলেও ভাড়াটে হিসেবে যেকোন রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে জমিজমা সংক্রান্ত্র বিষয়ে অবৈধ ভাবে পেশি শক্তির প্রয়োগ, জোরপূর্বক জমি দখল, চাঁদাবাজি ও এলাকাভিত্তিক প্রভাব বিস্তারে তারা এসব অস্ত্রের ব্যবহার করে বলে জানা যায়।


আটককৃত ব্যক্তিদের অবৈধ বিদেশী অস্ত্র এবং জব্দকৃত ০৩ রাউন্ড এ্যামোঃসহ যাত্রাবাড়ি থানায় হস্তান্তর এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যান্য অস্ত্রধারী সম্পর্কে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে পরবর্তীতে আরও অভিযান চলমান থাকবে।


যাত্রাবাড়ি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থান। ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি যাত্রাবাড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি সর্বদা নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর। এছাড়াও সকল ধরনের চাঁদাবাজি, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বক্ষন নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ