ঢাকা | বঙ্গাব্দ

গুলিস্তানে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাক হেলপার নিহত

  • আপলোড তারিখঃ 15-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 212821 জন
গুলিস্তানে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাক হেলপার নিহত ছবির ক্যাপশন: ১

মোঃ:মনিরহোসেন //


রাজধানীর গুলিস্তানে ট্রাকের নিচে চাপা পড়ে শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনা ঘটে। 

পরে ট্রাকচালক শামীম গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 


ট্রাকচালক মো. শামীম জানান, শাহাবুল ছিল তার ট্রাকের হেলপার। তারা ট্রাকে মাল বোঝাই করে রংপুর যাওয়ার পথে স্টেডিয়ামের পাশে গুলিস্তান এলাকায় গাড়িটির চাকা গর্তে পড়ে আটকে যায়। পরে ওই গাড়িটিকে সেখান থেকে উঠানোর জন্য আরেকটি গাড়ির মাধ্যমে ধাক্কা দেওয়া হচ্ছিল। সে সময়ে ট্রাকের নিচে হেলপার শাহাবুল জোগান দিতে গিয়ে চাপা পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

রংপুর জেরার পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহাবুল। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ