ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটির রাজনীতিতে নতুন সুর, সম্প্রীতির অঙ্গীকার নিয়ে জুঁই চাকমা

  • আপলোড তারিখঃ 18-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3074 জন
রাঙামাটির রাজনীতিতে নতুন সুর, সম্প্রীতির অঙ্গীকার নিয়ে জুঁই চাকমা ছবির ক্যাপশন: ১


 মোঃ কামরুল ইসলাম, ​রাঙামাটির জেলা  প্রতিনিধি:-

​রাঙামাটি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে নতুন রাজনৈতিক বার্তা নিয়ে হাজির হয়েছেন বিপ্লবী নারী জুঁই চাকমা। গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই মনোনীত প্রার্থী গতকাল শনিবার (১৮ অক্টোবর-২০২৫) সকালে রাঙামাটির স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। তিনি পাহাড়ের চিরাচরিত হাতে গোনা কয়েকটি পরিবারের প্রভাবমুক্ত রাজনীতি এবং একটি নতুন, সম্প্রীতির রাঙামাটি গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

​গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যয়

​বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা তাঁর বক্তব্যে দলীয় অবস্থান পরিষ্কার করে বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে আমাদের পার্টি কাজ করে যাচ্ছে।তিনি জানান, তাঁর দল সদ্য স্বাক্ষরিত 'জাতীয় জুলাই সনদ-২০২৫'-এর ঐকমত্য বাংলাদেশ বিনির্মাণে বিশ্বাসী। গত ১৭ অক্টোবর, তারুণ্যের রক্তে ভেজা এই ঐতিহাসিক দলিলে তাঁর দল স্বাক্ষর করেছে, যা দেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

​রাঙামাটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জুঁই চাকমা মন্তব্য করেন, রাজনৈতিকভাবে রাঙামাটির জনগণ দীর্ঘদিন ধরে হাতে গুণা ২-৩টি পরিবারের কাছে জিম্মি হয়ে আছে।তিনি গণতন্ত্র ও জনমতকে প্রাধান্য দিয়ে বলেন, জনগণ আগামীর ঐকমত্যের বাংলাদেশে রাঙামাটিতে কোনো পেশীশক্তি প্রয়োগ করে কোনো প্রভু সংসদ সদস্য হিসাবে দেখতে চায় না।তিনি নিজে খেটে খাওয়া মেহনতি মানুষের রাজনীতি করেন উল্লেখ করে জনগণের সেবক হিসাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

​সংসদ সদস্য পদে সুযোগ পেলে জুঁই চাকমা তাঁর প্রধান লক্ষ্য হিসেবে রাঙামাটিতে কাপ্তাই হ্রদ ভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর কথা জানান। এই শিল্পকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিকশিত করার মাধ্যমে শিক্ষিত ও অর্ধশিক্ষিত হাজার হাজার বেকার যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব বলে তিনি মনে করেন। এর ফলে রাঙামাটির কোনো নারী-পুরুষকে আর চাকরির জন্য প্রিয়জনদের ছেড়ে বাইরে জীবনযাপন করতে হবে না। তিনি জোর দেন যে, দেশ বদলাতে হলে সবার আগে আমাদের নিজেদের বদলাতে হবে।

​বাস্তবে নারীর ক্ষমতায়ন ও সুষম বন্টনের অঙ্গীকার

​পাহাড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে জুঁই চাকমা বলেন, বিগত বছরে নারীর ক্ষমতায়ন কেবল কাগজে-কলমে ছিলো।তাঁর প্রগতিশীল রাজনৈতিক দল তাঁকে দায়িত্ব দিলে তিনি বাস্তবে পাহাড়ে উভয় জনগোষ্ঠীর নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাবেন।

​এছাড়াও, তিনি ঐক্যমতের বাংলাদেশে পাহাড়ের সকল অংশীজনদের নিয়ে সকল জনগোষ্ঠীর প্রতি সুষম বন্টনের মাধ্যমে নতুন একটি রাঙামাটি পার্বত্য জেলা গড়ার লক্ষ্য ব্যক্ত করেন। তাঁর অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কাপ্তাই হ্রদ ড্রেজিং, পার্বত্য এলাকার মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ, কাপ্তাই হ্রদের মাছের চাহিদা পূরণ এবং একটি পর্যটন বান্ধব রাঙামাটি শহর গড়ে তোলা।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

​গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে প্রচারণা

​মতবিনিময় সভার পাশাপাশি আজ (শনিবার) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। আগামী ২৪ অক্টোবর-২০২৫ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ ও গণমিছিলের অংশ হিসেবে এই প্রচারণা চালানো হয়। এতে পার্টির জেলা ও সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাঙ্গামাটির পুলিশ সুপারের লংগদু ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শন