স্টাফ রিপোর্টার : ফয়সাল আহমেদ
আসন্ন বিশ্ব পর্যটন দিবস ও দুর্গাপূজাকে সামনে রেখে কক্সবাজার সমুদ্রসৈকতে ভাসমান দোকান ও হকারদের সরিয়ে নিতে অভিযান পরিচালনা করেছে ট্যুরিস্ট পুলিশ। সৈকতের বিভিন্ন পয়েন্টে এ অভিযানের নেতৃত্ব দেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটকদের নির্বিঘ্ন চলাচল, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৈকতের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলীসহ বিভিন্ন পয়েন্ট থেকে ভ্রাম্যমাণ দোকান ও হকারদের সরিয়ে দেওয়া হয়।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। পর্যটন দিবস ও দুর্গাপূজায় দেশি-বিদেশি হাজারো পর্যটক সৈকতে আসবেন। তাই তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
অভিযানে ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানায়।