ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ 16-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 232 জন
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-

​পৌষের হাড়কাঁপানো শীত আর পাহাড়ি হিমেল হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন রাঙ্গামাটির অসহায় ও দুস্থ মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাব।  গত১০ জানুয়ারি শনিবার  সকালে শহরের মাঝেরবস্তি এলাকায় এক মানবিক অনুষ্ঠানের মাধ্যমে  শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোনের সক্রিয় সহযোগিতায় এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। তিনি অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বলেন

চ্যানেল আই- ​প্রকৃতি ও জীবন ক্লাব পাহাড়ের মানুষের জন্য যে মানবিক উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। জনকল্যাণমূলক যেকোনো কাজে সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এই আয়োজনের অংশ হতে পেরে গর্বিত।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ