ঢাকা | বঙ্গাব্দ

বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল আগুন।

  • আপলোড তারিখঃ 13-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 617858 জন
বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল আগুন। ছবির ক্যাপশন: ১

  

ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালের মে‌ডি‌সিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তা নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস।

আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগে।

ফায়ার সা‌র্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জা‌নায়, মেডিসিন ভবনের নিচতলার স্টোর রুমে থাকা বেডের ফোমে আগুন লাগে। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন ‌নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সা‌র্কি‌ট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সা‌র্ভিস।

জানা গেছে, পুরো ভবনে ছড়িয়ে পড়েছে আগুনের ধোঁয়া। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মেডিসিন ইউনিটের ওই কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।’

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন