ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর একটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেত্রী আটক

  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 610854 জন
রাজশাহীর একটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেত্রী আটক ছবির ক্যাপশন: জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া

পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া নামের এক ছাত্রলীগ নেত্রী। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। 

রবিবার বিকাল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ পিয়াকে বোয়ালিয়া থানায় নেয়। পিয়া ডিগ্রি পরীক্ষার্থী ছিলেন। তার ইসলামিক স্ট্যাডিজ তৃতীয় পত্র বিষয়ে পরীক্ষা ছিল বলে জানা গেছে।

জানা গেছে, রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যায়। পরীক্ষা চলাকালে পাশের সিটের বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারে। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষা হলের বাইরে অবস্থান নেয়। পরীক্ষা শেষে সাধারণ ছাত্রীরা পিয়াকে আটক করে উপস্থিত পুলিশে দেয়। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরকের একটি মামলা আছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন