ঢাকা | বঙ্গাব্দ

যাএাবাড়ী সাংবাদিক ক্লাবে মতবিনিময় সভা।

  • আপলোড তারিখঃ 28-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 613154 জন
যাএাবাড়ী সাংবাদিক ক্লাবে মতবিনিময় সভা। ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিনিধি ://যাএাবাড়ী সাংবাদিক ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মোঃ ফারুক আহমেদ  অফিসার ইনচার্জ  যাএাবাড়ী থানা,

এবং উপস্থিত ছিলেন    যাএাবাড়ী সাংবাদিক  ক্লাবের প্রতিষ্ঠাতা  সভাপতি শফিকুল ইসলাম সাদ্দাম  এবং দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক, মশিউর রহমান সুজন সহ সভাপতি, সাধারন সম্পাদক আবুল কালাম শাকিল ,এনটিভি, এসময় আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক  তথ্যবাণী  পত্রিকার উপসম্পাদক শরীফুল হক,দৈনিক আজকের বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সুমন, খোরশেদ আলম  প্রতিনিধি যুগান্তর ,সোহাগ আহমেদ দীপ্ত টিভি , ইমরান মুন্সি চেয়ারম্যান চ্যানেল 23, রফিকুল ইসলাম রনি চেয়ারম্যান রুপান্তর টিভি ,আরও উপস্থিত ছিলেন  সাংবাদিক আকাশ সিকদার,আলাউদ্দিন আজাদ, এমআই হৃদয় দৈনিক বাংলাদেশ সমাচার, মোঃ মনিরহোসেন সম্পাদক এখন সংবাদ 24 মোঃ তাজুল ইসলাম রিপোর্টার :এখন সংবাদ 24, মোঃ এমদাদ মুন্সি সিনিয়র  রিপোর্টার দৈনিক রুদ্র বাংলা, আব্দুল হাসিব রিপোর্টার: দিনের পর দিন প্রমুখ। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন