ঢাকা | বঙ্গাব্দ

পূজা উপলক্ষে নির্বাহী আদেশে সারা দেশে ছুটি কাল।

  • আপলোড তারিখঃ 09-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 617111 জন
পূজা উপলক্ষে নির্বাহী আদেশে সারা দেশে ছুটি কাল। ছবির ক্যাপশন: ১


রিপোর্ট হারুন ://দূর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে আগামীকাল বৃহস্পতিবার ১০ অক্টোবর দেশব্যাপী সাধারন ছুটি ঘোষনা করেছে অন্তর্বর্তী সরকার । গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে । আগামী ১৩ অক্টোবর রবিবার পূজার ছুটি ছিল । বৃহস্পতিবার ছুটি ঘোষনা হওয়ায় মাঝে দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে টানা চার দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা । জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়েছে । আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হলো । সাধারণ ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত,আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে । তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি,গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস,বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন