ঢাকা | বঙ্গাব্দ

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন ভারতীয় সিনেমার আলোচিত এই অভিনেত্রী ।

  • আপলোড তারিখঃ 07-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 559674 জন
বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন ভারতীয় সিনেমার আলোচিত এই অভিনেত্রী । ছবির ক্যাপশন: ১

নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।আগে থেকে কোন ঘোষণা না দিয়ে সোজাসুজি বেবিবাম্পের ছবি পোস্ট করে জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন। বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন ভারতীয় সিনেমার আলোচিত এই অভিনেত্রী ।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে চলছে বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। এতে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত ‘সিস্টার মিডনাইট’ সিনেমা। এ আসরে অন্তঃসত্ত্বা রাধিকা উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। কারণ তার মা হতে যাওয়ার খবরটি গোপন ছিল। এ মঞ্চে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন রাধিকা।

রাধিকা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে কালো রঙের ইভনিং গাউন পরে রয়েছেন তিনি। স্পষ্ট হয়েছে তার বেবি বাম্প। তবে অনুরাগীরা সেই পোস্টের নীচেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। 

বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা আপ্তে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরা অভিবাদন জানাচ্ছেন।

২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। তার পরেই মুম্বাই থেকে লন্ডন উড়ে বেড়াতেন তিনি। একদিকে ক্যারিয়ার ও অন্যদিকে বিদেশি স্বামীকে নিয়ে সংসারও করতেন। 

লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। তবে রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খোলেননি। অবশেষে এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি। 

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাধিকার দুটি ইংরেজি ছবি ‘সিস্টর মিডনাইট’ ও ‘লাস্ট ডে’। এই দুটি ছবির প্রচারেই এই মুহূর্তে লন্ডনে রয়েছেন রাধিকা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ