ওয়ারী ট্রাফিক বিভাগের ডিসি আশরাফ ইমাম সততা ভাবে ডিউটি করে যাচ্ছেন ট্রাফিক ওয়ারী বিভাগে ডিসি আশরাফ ইমামের নেতৃত্বে সততা ভাবে ডিউটি করে যাচ্ছেন দয়া গঞ্জের মোড়ের টি আই রুহুল ফুটপাত উচ্ছেদ করছেন দয়াগঞ্জ মোড় হইতে মীরহাজারীবাগ পর্যন্ত করেন। এবং দয়াগঞ্জ মোড়ে হইতে চারটি অটোরিকশা ধরে নিয়ে আসেন এবং পুলিশ বক্সে আনার পর চারটি অটোরিকশার ৬০০/ শত টাকা বিল করে ছেড়ে দেন। ফুটপাত উচ্ছেদ এবং অটোরিক্সার বিল করার কারণে কিছু ফুটপাতের লোক এবং অটো রিক্সার লোক ও হলুদ সাংবাদিক এসে টিআই রুহুল এবং রেকার অপারেটর আকবরকে হুমকি দিয়ে যায়, বলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিবে পুলিশ জনতা জনতায় পুলিশ এর মানে বুঝা যাচ্ছে রাস্তায় পুলিশদের কোন মূল্যই দিচ্ছে না সাধারণ রিকশাচালক ও ফুটপাত ও কিছু অসাধু মানুষ হুমকি দিয়ে যাচ্ছে পুলিশদের তার পরেও সততা ভাবে ডিউটি পালন করে যাচ্ছে টিআই রুহুল এবং রেকার অপারেটর আকবর।