ঢাকা | বঙ্গাব্দ

আলীকদম জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর বদলি জনিত বিদায়

  • আপলোড তারিখঃ 08-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 187143 জন
আলীকদম জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর বদলি জনিত বিদায় ছবির ক্যাপশন: ১


বান্দরবান প্রতিনিধি।

সোমবার (৮ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী জনাব আব্দুল হালিম এর বিদায় এবং নতুন উপ সহকারী প্রকৌশলী জনাব মোঃ ইকবাল হোসেন এর যোগদান অনুষ্ঠান আলীকদম উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদায়ী এবং নবাগত উপ সহকারী প্রকৌশলী ও উক্ত কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায়ী উপসহকারী প্রকৌশলী জনাব আব্দুল হালিম দীর্ঘ দিন উক্ত উপজেলায় সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন বলে সকলে অভিমত ব্যক্ত করেন এবং ভবিষ্যতে তার কর্ম জীবনের উন্নতি কামনা করেন। জনাব আব্দুল হালিম একই জেলার লামা উপজেলায় বদলি হয়েছেন। 

   নতুন যোগদান কৃত উপসহকারী প্রকৌশলী জনাব মোঃ ইকবাল হোসেন ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সুনামের সাথে তার উপর অর্পিত সকল দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন