ঢাকা | বঙ্গাব্দ

স্বৈরাচার পতনের মাস পূর্তিতে শহীদি মার্চ: রাজু ভাস্কর্যের সামনে ছাত্র-জনতার ঢল

  • আপলোড তারিখঃ 05-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 638517 জন
স্বৈরাচার পতনের মাস পূর্তিতে শহীদি মার্চ: রাজু ভাস্কর্যের সামনে ছাত্র-জনতার ঢল ছবির ক্যাপশন: ১

সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা হয়। ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানে মুখর হয়ে ওঠে ভাস্কর্য চত্বর। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত-জনতা যোগ দেয়।

এই শহীদি মার্চ নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়া কথা রয়েছে।

এর আগে গতকাল দুপুরে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাসপূর্তি উপলক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন