ঢাকা | বঙ্গাব্দ

নিসাঙ্কার ব্যাটে দ্বিতীয় সেশনও শ্রীলঙ্কার

  • আপলোড তারিখঃ 19-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 301097 জন
নিসাঙ্কার ব্যাটে দ্বিতীয় সেশনও শ্রীলঙ্কার ছবির ক্যাপশন: ১

অনলাইন://


সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৬০ ওভারে ২৩৩/২ (নিসাঙ্কা ১২৬*, ম্যাথুজ ২১*; উদারা ২৯, চান্ডিমাল ৫৪) 

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫৩.৪ ওভারে ৪৯৫/১০ (হাসান ৭*;তাইজুল ৭, জাকের ৮, নাঈম ১০, লিটন ৯০, এনামুল ০, সাদমান ১৪, মুমিনুল ২৯, শান্ত ১৪৮, মুশফিক ১৬৩, নাহিদ ০) চান্ডিমালকে ফিরিয়ে বাংলাদেশ ১৫৭ রানের বড় জুটি ভাঙলেও দ্বিতীয় সেশনটা ছিল শ্রীলঙ্কার। যার পেছনে মূল অবদান ওপেনার পাথুম নিসাঙ্কার। শুরু থেকে প্রান্ত আগলে দলকে দিশা দেখাচ্ছেন তিনি। তার ব্যাটেই শক্ত ভিতের ওপর এখন দাঁড়িয়ে স্বাগতিক দল। নিসাঙ্কার সঙ্গে যোগ দিয়েছেন এই টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ। চায়ের বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার স্কোর ছিল ২ উইকেটে ২৩৩ রান। নিসাঙ্কা এখনও ব্যাট করছেন ১২৬ রানে। ম্যাথুজ ২১ রানে। তারা অবিচ্ছিন্ন আছেন ২৯ রানে। শ্রীলঙ্কা এখনও ২৬২ রানে পিছিয়ে।   

১৫৭ রানের জুটি ভাঙলেন নাঈম

দ্বিতীয় উইকেটে শক্ত প্রতিরোধ গড়েছিলেন পাথুম নিসাঙ্কা ও দিনেশ চান্ডিমাল। দ্রুত গতিতে রান তুলছিলেন তারা। এই জুটিতে ভর করেই স্কোর ছাড়ায় দুইশ। দলের ২০৪ রানে সেই জুটি অবশেষে ভেঙেছেন নাইম। তার লেগ স্টাম্পের বাইরে করা ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফিরেছেন চান্ডিমাল (৫৪)। তাতে ভেঙেছে ১৫৭ রানের জুটি। স্লিপে চান্ডিমালের ক্যাচ নেন সাদমান। প্রথম সেশন থেকে লঙ্কানদের হয়ে আধিপত্য বিস্তার করে চলেছেন ওপেনার পাথুম নিসাঙ্কা এবং  দিনেশ চান্ডিমাল। দেশের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন নিসাঙ্কা। সার্বিকভাবে অবশ্য তৃতীয়। তার সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় উইকেটে শক্ত প্রতিরোধ গড়েছে শ্রীলঙ্কা। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন দিনেশ চান্ডিমালও। ক্যারিয়ারের ৩৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তাতে দ্রুত গতিতে রান যোগ হচ্ছে স্কোরবোর্ডে। দুজনের জুটি ছাড়িয়েছে ১৫০ রান।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন