ঢাকা | বঙ্গাব্দ

সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

  • আপলোড তারিখঃ 09-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 313366 জন
সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু ছবির ক্যাপশন: ১

এম আই  হৃদয়, ক্রাইম রিপোর্টার://

চট্টগ্রামের পটিয়ায় ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে পটিয়া থানাধীন আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাথুয়া গ্রামের বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাই বাহার উদ্দিনের ছেলে মোহাম্মদ আরিয়ান (১৫)। সন্ধ্যা ৭টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

নিহত নাছির চট্টগ্রাম নগরীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তার ভাতিজা আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতদের স্বজন মো. শহীদুল ইসলাম ইমন জানান, কোরবানির ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে আরিয়ান গ্রামের বাড়ি আসেন। সোমবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে নাছির ভাতিজা আরিয়ানকে সাঁতার শেখানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আরিয়ান চাচার হাত থেকে ফসকে ছুটে যায়।

এসময় ভাতিজাকে উদ্ধার করতে গিয়ে নাছিরও পানিতে ডুবে মারা যান। বেশ কিছুক্ষণ পর পানিতে তাদের মরদেহ ভেসে উঠে। এসময় স্থানীয় লোকজন দেখে তাদের উদ্ধার করে পটিয়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আশিয়া ইউনিয়নের ইউপি সদস্য আবুল ফয়েজ জাগো নিউজকে বলেন, নাছির এমনিতে অসুস্থ ছিলেন। ভাতিজা কোরবানিতে বেড়াতে আসায় তাকে পুকুরে সাতার শেখাচ্ছিলেন নাছির। হাত থেকে ফসকে ছুটে গিয়ে ভাতিজা পুকুরে ডুবে যায়।

এসময় ভাতিজা আরিয়ানকে উদ্ধার করতে গিয়ে নাছিরও পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মাগরিবের নামাজের পর তাদের দাফন সম্পন্ন হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন