ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবান সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

  • আপলোড তারিখঃ 22-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 296769 জন
বান্দরবান সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ছবির ক্যাপশন: ১


 বান্দরবান প্রতিনিধি। 


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলা সদরের জামছড়ি সীমান্তের ৪৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।


আহত যুবকের নাম মো. আরাফাত হোসেন (১৭)। তিনি ওই এলাকার খুইল্লা মিয়ার ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছেন।


স্থানীয়রা জানিয়েছেন, রবিবার দুপুর ১ টার দিকে আরাফাত জামছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে যায়। সেখানে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আরাফাতের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।


স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারের আরাকান আর্মি সীমান্তের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এড়াতে স্থলমাইন ও বিস্ফোরক মাটিতে পুঁতে রেখেছে। প্রায় সময় সীমান্তের লোকজন চলাচল করতে গিয়ে মাইন বিস্ফোরণে হতাহত হয়। 


নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন