ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে দু’বাংলাদেশি নিহত

  • আপলোড তারিখঃ 16-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 599513 জন
কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে দু’বাংলাদেশি নিহত ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জ সিমান্ত, সিলেট।
স্টাফ রিপোর্টার:

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে কাঠ আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে দু’বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার ২৩ ঘণ্টা পর গতকাল সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র পক্ষ থেকে লাশ দু’টি বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত দুই বাংলাদেশি হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হোসেন ও কাউছার আহমদ। রোববার সন্ধ্যায় উপজেলার নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত কাওছার, আলী হোসেন ও নবী হোসেনসহ কয়েকজন সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে কাঠ আনতে যায়। এ সময় ভারতীয় সশস্ত্র খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় নবী হোসেন নামে একজন গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারলেও কাউছার ও আলী হোসেন সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। রাতে এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। গতকাল বিএসএফ’র পক্ষ থেকে সাড়া দেয়া হলে দুপুরে এ নিয়ে পতাকা বৈঠক হয়। বিকালে আরেক দফা পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দু’টি হস্তান্তর করা হয়। নাজিরেরগাঁও সীমান্ত এলাকায় উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন উপস্থিত থাকা স্থানীয় ইউপি মেম্বার জয়নাল আহমদ। তিনি জানিয়েছেন, পতাকা বৈঠকে বিজিবি ছাড়াও পুলিশ সদস্যরা ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। নিহত কাওছার ও আলী হোসেনের লাশ সীমান্ত পিলারের ২০ হাত দূরে পড়েছিল। এর আগে বিএসএফ’র ডাকে সাড়া দিয়ে বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা লাশ দু’টি গিয়ে শনাক্ত করে আসেন। এদিকে, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান জানিয়েছেন, ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দু’জন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি এবং তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে নিহতের ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে গিয়ে তিনিসহ তার পরিষদের মেম্বাররা লাশ দু’টি শনাক্ত করে আসেন। কাঠ আনতে তারা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে গিয়েছিলেন বলে জানান ইউপি চেয়ারম্যান। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ