ঢাকা | বঙ্গাব্দ

পরীক্ষার্থীর জামিন সারা দেশে ৭৮ এইচএসসি

  • আপলোড তারিখঃ 02-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 637622 জন
পরীক্ষার্থীর জামিন সারা দেশে ৭৮ এইচএসসি ছবির ক্যাপশন: এখন সংবাদ ২৪

ঢাকা সহ সারা দেশের বিভিন্ন আদালত থেকে মোট ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৫৫, চট্টগ্রামের ১৪, খুলনার ৬ জন ও রংপুর বিভাগের ৩ জন রয়েছেন। শুক্রবার (২ আগস্ট) রাতে আইন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে শুক্রবার সাপ্তাহিক  ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন পেয়েছেন। কোটা সংস্কার  আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে  আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। এ জন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার বিষয়ে উদ্যোগী হতে সারা দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন।শুক্রবার সন্ধ্যায় ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৫ জনসহ মোট ৪২ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিত হওয়া পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। রাতে আইন মন্ত্রণালয় থেকে সর্বমোট তথ্য জানানো হয়।মন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় করা মামলায় কোনও নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) আইনমন্ত্রী বলেছিলেন, বিচার বিভাগ স্বাধীন কিন্তু প্রসিকিউশন টিম আইন মন্ত্রণালয়ের অধীনে। তাই যারা সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর তাদেরকে জামিন দেওয়ার বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে পরীক্ষার্থীদের জামিনের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে বৃহস্পতিবার  শিক্ষা মন্ত্রণালয়। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন