ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানের লামায় আবারো অপহরণ ৯ জন

  • আপলোড তারিখঃ 08-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 381306 জন
বান্দরবানের লামায় আবারো অপহরণ ৯ জন ছবির ক্যাপশন: ১



আফজাল হোসেন জয়  বান্দরবান://

বান্দরবানের লামা উপজেলা থেকে দুই তামাক চাষি এবং সাত শ্রমিক সহ ৯ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহরণের খবর পাওয়ার পরপরই যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।


আজ মঙ্গল বার (৮ এপ্রিল ২৫ ইং) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করা হয়।


অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছেন। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


উল্লেখ্য যে, এর আগেও লামা উপজেলার সরই ইউপিতে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন এবং ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালী ইউপি এলাকার রাবার বাগানের ২৬ শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। একের পর এক অপহরণের কারনে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারীদের মাঝে আতংক বিরাজ করছে।


অপহরণ যেনো এখানকার মানুষের জন্য এক অভিশাপের নাম হয়ে দাড়িয়েছে।

এই পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজে বের করে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন এমন প্রত্যাশা সচেতন মহলের।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন