ঢাকা | বঙ্গাব্দ

পরিবেশ অধিদপ্তর খুলনার দিনভর ইটভাটায় অভিযান

  • আপলোড তারিখঃ 10-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 494376 জন
পরিবেশ অধিদপ্তর খুলনার দিনভর ইটভাটায় অভিযান ছবির ক্যাপশন: ১

আব্দুল কাইয়ুম খান 


১০ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে , খুলনা জেলার রূপসা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে ৯টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় দিনভর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে অগ্রণী ব্রিকস নন্দনপুর কে ২ লক্ষ টাকা , মুন ব্রিকস কে ২ লক্ষ টাকা, নিশন ব্রিকস কে ২ লক্ষ টাকা, রোজ ব্রিকস কে  ৪ লক্ষ টাকা, সিটি ব্রিকস ১ ও ২কে ৪ লক্ষ টাকা, এলএসবি ব্রিকস কে ২ লক্ষ টাকা, এম এন এস ব্রিকসকে ২ লক্ষ টাকা, আজাদ ব্রিকস কে ৪ লক্ষ টাকা সহ সর্বমোট ২২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত অভিযানে রুপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি, আনসার সদস্য, নৌ পুলিশ ও রূপসা থানা পুলিশ সহযোগিতা করে।পরিবেশ অধিদপ্তর খুলনার দিনভর ইটভাটায় অভিযান ।পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন