ঢাকা | বঙ্গাব্দ

মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহ বধূর মৃত্যু

  • আপলোড তারিখঃ 04-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 195628 জন
মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহ বধূর মৃত্যু ছবির ক্যাপশন: আলী কদম থানা



 বান্দরবান প্রতিনিধি।


বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মুন্নি পাল (৩৭) নামে এক গৃহ বধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজার পাড়া এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি।


মৃত্যু মুন্নি পাল খাগড়াছড়ি জেলার রামগড় এলাকার তপন ত্রিপুরার মেয়ে। বিকাশ পালের সঙ্গে বিয়ের পর থেকে তিনি আলীকদমে বসবাস করতেন। তিনি ৪ সন্তানের জননী ছিলেন।


মৃত মুন্নি পালের স্বামী বিকাশ পাল জানান, আজ সকালে মোবাইল চার্জ দিতে যান মুন্নি। চার্জার কেবল প্লাগে লাগালে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন