ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ‘আড়াই কেজি হেরোইনসহ’ যুবক আটক

  • আপলোড তারিখঃ 26-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 348974 জন
চাঁপাইনবাবগঞ্জে ‘আড়াই কেজি হেরোইনসহ’ যুবক আটক ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হরমা গ্রাম থেকে আড়াই কেজি হেরোইনসহ এক যুবককে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে সকাল সাড়ে ১০টার দিকে হরমা গ্রামে পদ্মা নদীর পাশের রাস্তার উপরে অবস্থান নেয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের র‌্যাবের একটি দল। এ সময় রাস্তায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে থামানো হয়। স্থানীয়দের সামনে মোটরসাইকেল চালক ইউসুফ আলীকে (২৬) তল্লাশি চালিয়ে আড়াই কেজি হেরোইন, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকাসহ আটক করা হয়।

আটক ইউসুফের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামে।এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব ৫।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন