ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তিনজনকে ফাঁসির রায়

  • আপলোড তারিখঃ 13-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 489665 জন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তিনজনকে ফাঁসির রায় ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ;//ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাইদুর রহমান নামের এক ফল ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তিনজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এই রায় দেন।দণ্ডিতরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৬), একই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে রিপন মিয়া (২৮), চর শিবপুর গ্রামের কাজল মিয়া (৪৫)। এই ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে রিপন মিয়া এবং  কাজল মিয়াকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর আসামি রাসেল মিয়া পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।জানা যায়, সাইদুর রহমান আসামিদের পূর্বপরিচিত। তারা একইসঙ্গে জুয়া খেলা এবং  মাদক সেবন করতেন। এরই জেরে জুয়া খেলার মধ্যে সাইদুর রহমান আসামি কাজল এবং  রাসেলের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। কয়েক দিন পর আসামিরা ধার নেওয়া টাকা ফেরত চাইলে সাইদুর নানা তালবাহানায় ঘুরাতে থাকে। একপর্যায়ে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় মেঘনপাড়ের বাহেরচর গ্রামে মেঘনা নদীর তীরের এক জমিতে নিয়ে গিয়ে তারকাটা উঠানো রডের কাওয়াল দিয়ে সাইদুর রহমানকে হত্যা করে। এ ঘটনায় সাইদুর রহমানের স্ত্রীর বড় ভাই মোহাম্মদ লোকমান মিয়া বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

বাঞ্ছারামপুর থানা পুলিশের তৎকালীন অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আর ২০২০ সালের ১২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।




কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন