ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারের চকরিয়ায় স্কুল মাঠ থেকে বালু লুট: প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  • আপলোড তারিখঃ 16-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 218453 জন
কক্সবাজারের চকরিয়ায় স্কুল মাঠ থেকে বালু লুট: প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী ছবির ক্যাপশন: ১



মোহাম্মদ জুবাইর রাফি।

 কক্সবাজার প্রতিনিধি।


কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের খেলার মাঠ থেকে বালু লুট এবং বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্র বার (১৫ আগস্ট) বিকেল ৩টায় শিক্ষা প্রতিষ্ঠানের মালিকানাধীন কিশলয় পাহাড়িকা স্টেডিয়ামে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টরা।


মানবরবন্ধনে সভাপতিত্ব করেন খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান মুন্সি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চকরিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম মনজুর।


এছাড়া মানবনবন্ধনে আরও বক্তব্য রাখেন কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের সাবেক শিক্ষক বাহাদুল হক, খুটাখালী বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক শাহাবুদ্দিন আরমান, স্থানীয় ব্যবসায়ী বেলাল উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. বাবুল, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন জনু, হামিদুল হক, ইব্রাহীম, আব্দুল খালেক, আবদু শুক্কুর, সমাজপতি জসিমউদ্দিন এবং নারী নেত্রী রিপুনা সোলতানা ও আমেনা বেগম প্রমুখ।


বক্তারা বলেন, খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এ অঞ্চলের শিক্ষার আলো জ্বালাতে অগ্রণী ভূমিকা পালন করছে। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ২০ বছর আগে প্রায় ৮ একর জমি ক্রয় করে নির্মাণ করা হয় কিশলয় পাহাড়িকা স্টেডিয়াম। কিন্তু বিগত সরকার আমলে মাঠের অনেক অংশ দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে অবৈধ বসতি।


সম্প্রতি বৃহস্পতিবার গভীর রাতে দখলদারদের সহায়তায় দুর্বৃত্তরা মাঠের অবশিষ্ট অংশ থেকেও বালু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।


মানব বন্ধনে প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান মুন্সি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই মাঠ থেকে আর এক মুঠো বালুও লুট করতে দেওয়া হবে না।"


তিনি প্রশাসনের প্রতি অনতিবিলম্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।




কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন