রিপোর্ট:হারুন, তাজু, হৃদয় //
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৫ অক্টোবর বেলা ১১ টায় ।গতকাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন । তিনি বলেন, শিক্ষাবোর্ডগুলো এই ফল প্রকাশ করবে । ফল প্রকাশ নিয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সংবাদ সম্মেলন হবে কি না এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি । এবার এইচএসসি ও সমমানের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়নি । এসএসসির ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে পরীক্ষা না হওয়া এইচএসসির বিষয়গুলো মূল্যায়ন করা হবে । চলতি বছরের ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলনে স্থগিত হয়ে যায় বেশ কয়েকটি পরীক্ষা । গত ১১ সেপ্টেম্বর থেকে স্থগিতকৃত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ছাত্র ছাত্রীরা স্থগিতকৃত পরীক্ষা বাতিল করে ফল প্রকাশের আন্দোলন শুরু করলে গত ২০ আগস্ট স্থগিত পরীক্ষাগুলো না নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ।