ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকের খরা কেটেছে

  • আপলোড তারিখঃ 09-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 321080 জন
অবশেষে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকের খরা কেটেছে ছবির ক্যাপশন: ১

খাগড়াছড়ি প্রতিনিধি://

অবশেষে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকের খরা কেটেছে। দীর্ঘদিন প্রায় পর্যটকশূন্য থাকলেও ঈদুল আজহায় আনন্দ উপভোগ করতে বিপুল সংখ্যক পর্যটক এসেছেন পাহাড়ি কন্যাখ্যাত খাগড়াছড়ি ও সাজেকে। সাজেকসহ খাগড়াছড়ি পর্যটন স্পটগুলোতে বিপুল পর্যটকের উপস্থিতি  লক্ষ্য করা গেছে। এতে খুশি খাগড়াছড়ি সাজেকের পর্যটকশিল্পে জড়িতরা।

তবে, তাদের দাবি পাহাড়ে সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজির প্রতিযোগিতার বন্ধ হলে আরও কম খরচে সাজেক ও খাগড়াছড়িতে ভ্রমনে আসতে পারবেন পর্যটকরা।

খাগড়াছড়ির রিছাং ঝর্ণা, আলুটিলা পর্যটন কেন্দ্র, রহস্যময় গুহা, জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, মায়াবিনি লেক ও দেবতা পুকুরসহ খাগড়াছড়ি ও সাজেকের সব পর্যটনকেন্দ্র পর্যটকে পূর্ণ। পর্যটন কেন্দ্রগুলোর মনোরম দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরাও।

জানা যায়, খাগড়াছড়ির পর্যটনশিল্প অনেকটা সাজেক নির্ভর। সাজেকে পর্যটকের সংখ্যা বাড়লে খাগড়াছড়ির পরিবহন সেক্টর, হোটেল ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পভাব পড়ে। এবার রূপের রানী খাগড়াছড়ির পাশাপাশি বাংলার দার্জিলিং খ্যাত মেঘের রাজ্য সাজেকেও যাচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক। ফলে খুশি খাগড়াছড়ি ও সাজেকের পর্যটক সংশ্লিষ্টরা। 


খাগড়াছড়ি ই-টুরিজম এসোসিয়েশনের সদস্য উজ্জল দে বলেন, পাহাড়ে সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজির প্রতিযোগিতার বন্ধ হলে পর্যটকরা স্বাচ্ছন্দে এখানে ঘুরতে আসতে পারবেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, পর্যটকরা যাতে নিরাপদ ও নিবিঘ্নে ঘুরতে পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এছাড়াও, খাগড়াছড়ির বিনোদনকেন্দ্রগুলো পর্যটকদের আকর্ষণ বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন