ঢাকা | বঙ্গাব্দ

ফেনীতে গাঁজাসহ আটক চার যুবককে মোবাইল কোর্টে কারাদণ্ড

  • আপলোড তারিখঃ 01-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 280538 জন
ফেনীতে গাঁজাসহ আটক চার যুবককে মোবাইল কোর্টে কারাদণ্ড ছবির ক্যাপশন: ১



মোঃ তাইজুল ইসলামের ://

 মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ চার যুবককে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৯ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট অভিযানে আটক চার যুবক (পুলিশ ভ্যানের সামনে)।

অভিযান চালিয়ে ফেনী মডেল থানাধীন রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণ পুকুর পাড় ও মৌলভীবাজার রেলক্রসিং এলাকা থেকে ৪ জনকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

 তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিম্নরূপ সাজা প্রদান করা হয়:

১. মোঃ জামান (৩০), পিতা- ফালু মিয়া, কুমিল্লা

১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড


২. নুর নবী (২৬), পিতা- বশির আহম্মদ, ফেনী সদর

 ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড

৩. দুরন্ত মন্ডল (২০), পিতা- লিটন মন্ডল, ফেনী

 ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড

 ঐক্য রায় চৌধুরী (১৯), পিতা- বিপুল রায় চৌধুরী, ফেনী

 ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড

অভিযানকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী জানান, এই ধরনের তৎপরতা অব্যাহত থাকলে যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে। তারা মাদকের উৎস চিহ্নিত করে মূল হোতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন