ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে জনসংখ্যানুপাতে শিক্ষক নিয়োগের দাবিতে জেলা পরিষদকে আট সংগঠনের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • আপলোড তারিখঃ 10-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28671 জন
রাঙামাটিতে জনসংখ্যানুপাতে শিক্ষক নিয়োগের দাবিতে জেলা পরিষদকে আট সংগঠনের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-

রাঙামাটি: জনসংখ্যানুপাতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আটটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

সোমবার  (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর সদস্য মিনহাজ মুরশিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ‘নিয়ম বহির্ভূত, একতরফা, তথ্য বিভ্রাটপূর্ণ ও বৈষম্যমূলক’। এতে উপজেলা ও বিভিন্ন কোটা সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সংগঠনগুলো অভিযোগ করে, সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ৭ শতাংশ কোটা নির্ধারণ করলেও জেলা পরিষদ সরকার নির্ধারিত নির্দেশনা অমান্য করে ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুপাতে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে, যা বৈষম্য সৃষ্টি করছে বলে দাবি জানানো হয়।

তারা আরো বলেন, এই পরিস্থিতিতে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, যার মধ্যে অবরোধের ডাকও থাকতে পারে।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন,

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান,

বাংলাদেশ খেলাফত মজলিশ রাঙামাটি শাখার সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক,

জাতীয় নাগরিক পার্টি (এনসিবি)-এর যুগ্ম সমন্বয়ক মো. শহিদুল ইসলাম,

পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সভাপতি মো. কামাল উদ্দিন,

রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক বিজয় ধর,

গণ অধিকার পরিষদ রাঙামাটি শাখার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান,

এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি মো. তাজুল ইসলাম।

নেতৃবৃন্দ জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং বলেন, ন্যায্য জনসংখ্যানুপাতে শিক্ষক নিয়োগ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ