ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে পুলিশ সদস্যের আত্ম হত্যার চেষ্টা

  • আপলোড তারিখঃ 06-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 145269 জন
বান্দরবানে পুলিশ সদস্যের আত্ম হত্যার চেষ্টা ছবির ক্যাপশন: ১



বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানে পুলিশ লাইনের ব্যারাক এর ছাদ থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্ম হত্যার চেষ্টা করেছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান জেলা সদরের বালাঘাটা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। ছাদ থেকে লাফ দেয়ার কারনে তার দুই পা ভেঙে যায়। প্রথমে তাকে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।


আহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষা বাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।


পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শনি বার সন্ধ্যায় তিনি হঠাৎ ব্যারাকের ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে দুই পা ভাঙা অবস্থায় আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, আহত পুলিশ সদস্য মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি চিকিৎসা নিয়েছিলেন। পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে পড়ে তিনি পুলিশ লাইনের ব্যারাকের তিন তলা ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি থেতলে যায়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ