ঢাকা | বঙ্গাব্দ

চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!

  • আপলোড তারিখঃ 29-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 346386 জন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান! ছবির ক্যাপশন: ১

ইমরান হাশমি এবং আলিয়া ভাট সম্পর্কে চাচাতো ভাই-বোন। তবে কখনও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি তারা। অনেকেই তাদের একসঙ্গে দেখতে চান। যদি তারা কখনও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন, তবে এটি নিঃসন্দেহে একটি অবিশ্বাস্য জুটি হবে, এমনটাই মত অনেকের।

এর আগে ২০১৬ সালে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় ইমরান হাশমিকে। তখন তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন এই বলে যে, বোন আলিয়ার সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী নন। বিশেষকরে রোম্যান্টিক দৃশ্য করতে একেবারেই আগ্রহী নন তিনি।

তবে এখন তিনি প্রস্তুত আলিয়ার সঙ্গে কাজ করতে!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ইমরান হাশমি আলিয়ার প্রশংসা করে বলেন যে, তিনি আলিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক।ইমরান আলিয়ার প্রশংসা করে বলেন, ‘তিনি একজন দুর্দান্ত অভিনয়শিল্পী হয়ে উঠেছেন।’

স্ক্রিনের সাথে সাম্প্রতিক এক কথোপকথনে, ইমরান এসব কথা জানান। যদি সঠিক চিত্রনাট্য এবং একজন দক্ষ চলচ্চিত্র নির্মাতা হয়, তাহলে আলিয়ার সাথে কাজ করতে চান তিনি।

ইমরান বলেন, ‘আলিয়া একজন দুর্দান্ত অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সাফল্যের জন্য তার সহজাত প্রতিভার স্বাক্ষর রেখেছেন, যা বছরের পর বছর কঠোর পরিশ্রম, ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে বিকশিত হয়েছে।’আলিয়া ভাটআলিয়া ভাটএর আগে, ‘দ্য রণবীর’ শো-তে, আলিয়ার সাফল্যের পেছনে মহেশ ভাটের প্রভাব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছিলে ইমরান। তিনি মনে করেন, আলিয়ার এই সাফল্যের পেছনে বাবা মহেশ ভাটের একটা বিরাট প্রভাব আছে।  

তবে, তিনি স্বীকার করেন যে, চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত পরিবারের কেউ হলে অবশ্যই সেটা বাড়তি সুবিধা দেয়। তবে অনেকেই আছেন যারা বহিরাগত, তারাও নিজের চেষ্টায় বলিউডে জায়গা করে নিচ্ছেন প্রতিভার গুণে।

‘জান্নাত’ অভিনেতা আরও উল্লেখ করেন, মহেশ ভাট নিঃসন্দেহে আলিয়াকে নির্দেশনা এবং পরামর্শ দেন, কারণ তিনি নিজেই একজন তারকা। তবে তিনি এটাও মনে করেন, নিজস্ব প্রতিভা এবং কঠোর পরিশ্রমী না হলে আলিয়া এতদূর এগিয়ে যেতে পারতেন না।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন