ঢাকা | বঙ্গাব্দ

চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!

  • আপলোড তারিখঃ 29-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 305476 জন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান! ছবির ক্যাপশন: ১

ইমরান হাশমি এবং আলিয়া ভাট সম্পর্কে চাচাতো ভাই-বোন। তবে কখনও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি তারা। অনেকেই তাদের একসঙ্গে দেখতে চান। যদি তারা কখনও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন, তবে এটি নিঃসন্দেহে একটি অবিশ্বাস্য জুটি হবে, এমনটাই মত অনেকের।

এর আগে ২০১৬ সালে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় ইমরান হাশমিকে। তখন তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন এই বলে যে, বোন আলিয়ার সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী নন। বিশেষকরে রোম্যান্টিক দৃশ্য করতে একেবারেই আগ্রহী নন তিনি।

তবে এখন তিনি প্রস্তুত আলিয়ার সঙ্গে কাজ করতে!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ইমরান হাশমি আলিয়ার প্রশংসা করে বলেন যে, তিনি আলিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক।ইমরান আলিয়ার প্রশংসা করে বলেন, ‘তিনি একজন দুর্দান্ত অভিনয়শিল্পী হয়ে উঠেছেন।’

স্ক্রিনের সাথে সাম্প্রতিক এক কথোপকথনে, ইমরান এসব কথা জানান। যদি সঠিক চিত্রনাট্য এবং একজন দক্ষ চলচ্চিত্র নির্মাতা হয়, তাহলে আলিয়ার সাথে কাজ করতে চান তিনি।

ইমরান বলেন, ‘আলিয়া একজন দুর্দান্ত অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সাফল্যের জন্য তার সহজাত প্রতিভার স্বাক্ষর রেখেছেন, যা বছরের পর বছর কঠোর পরিশ্রম, ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে বিকশিত হয়েছে।’আলিয়া ভাটআলিয়া ভাটএর আগে, ‘দ্য রণবীর’ শো-তে, আলিয়ার সাফল্যের পেছনে মহেশ ভাটের প্রভাব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছিলে ইমরান। তিনি মনে করেন, আলিয়ার এই সাফল্যের পেছনে বাবা মহেশ ভাটের একটা বিরাট প্রভাব আছে।  

তবে, তিনি স্বীকার করেন যে, চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত পরিবারের কেউ হলে অবশ্যই সেটা বাড়তি সুবিধা দেয়। তবে অনেকেই আছেন যারা বহিরাগত, তারাও নিজের চেষ্টায় বলিউডে জায়গা করে নিচ্ছেন প্রতিভার গুণে।

‘জান্নাত’ অভিনেতা আরও উল্লেখ করেন, মহেশ ভাট নিঃসন্দেহে আলিয়াকে নির্দেশনা এবং পরামর্শ দেন, কারণ তিনি নিজেই একজন তারকা। তবে তিনি এটাও মনে করেন, নিজস্ব প্রতিভা এবং কঠোর পরিশ্রমী না হলে আলিয়া এতদূর এগিয়ে যেতে পারতেন না।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ