নিজস্ব প্রতিবেদক://
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ময়মনসিংহ সার্কিট হাউজের হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৪৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিতকরণ, অপসাংবাদিকতা প্রতিরোধ, নির্বাচনকালীন সংবাদ পরিবেশন নীতিমালা ও প্রেস কাউন্সিলের আইনি কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার।
সভাপতির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক।
কর্মশালার বিভিন্ন সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন,,
● মোঃ আব্দুর সবুর, সচিব (উপসচিব), বাংলাদেশ প্রেস কাউন্সিল; বিষয়: আসন্ন জাতীয় নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব।
● কাজী জিয়াউল বাসেত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ; বিষয়: নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশন প্রণীত নীতিমালা ২০২৫।
● বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল; বিষয়: আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ।
আলোচকরা বলেন, নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে সংবাদকর্মীদের নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও আইনি কাঠামো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপসাংবাদিকতা ও বিভ্রান্তিমূলক তথ্য গণবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।
কর্মশালার সমাপনীতে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।