ঢাকা | বঙ্গাব্দ

মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে হবে ফিলিপ্পো গ্রান্ডি

  • আপলোড তারিখঃ 27-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 454592 জন
মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে হবে ফিলিপ্পো গ্রান্ডি ছবির ক্যাপশন: ১
অনলাইন নিউজ://জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি মন্তব্য করে বলেছেন, মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন।

ফিলিপ্পো গ্রান্ডি বলেন, সংকট সমাধানে মিয়ানমারকে তাগিদ দেয়া হচ্ছে। মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে পুরোপুরি একমত জাতিসংঘ। তবে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করাও এখন চ্যালেঞ্জিং বিষয়। কেননা দেশটি এখন অস্থিতিশীল অবস্থার মধ্যদিয়ে যাচ্ছে।

 
তবে এরইমধ্যে শরণার্থী বিষয়ে মিয়ানমারের কনফারেন্সের প্রস্তাবনাকে ইতিবাচকভাবে দেখছে জাতিসংঘ।
 
এদিকে ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনে অর্থনৈতিকসহ নানা অস্থিরতার মধ্যেও রোহিঙ্গাদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিপ্পো গ্রান্ডি।
 
তিন দিনের সফরে প্রধান উপদেষ্টা এবং  তার মিয়ানমার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন ফিলিপ্পো গ্রান্ডি। এছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে তার।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন