ঢাকা | বঙ্গাব্দ

প্রাইম ব্যাংকের জার্সিতে রবিবার ১৭৬ রানের ইনিংস খেলেন নাঈম

  • আপলোড তারিখঃ 09-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 431745 জন
প্রাইম ব্যাংকের জার্সিতে রবিবার ১৭৬ রানের ইনিংস খেলেন নাঈম ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://প্রাইম ব্যাংকের জার্সিতে রবিবার ১৭৬ রানের ইনিংস খেলেন নাঈম শেখ। সুযোগ ছিল ইনিংসটাকে ডাবলে রূপ দেওয়ার। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সৌম্য সরকারের। ২০১৯ সালে শেখ জামালের বিপক্ষে আবাহনীর জার্সিতে তিনি খেলেছিলেন ২০৮ রানের ইনিংস। রবিবার তাকে পেছনে ফেলার দারুণ সুযোগ ছিল নাঈমের। যদিও সুযোগ হাতছাড়া করেছেন, তাতে আফসোস নেই নাঈমের।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পায় প্রাইম ব্যাংক। নাঈমসহ দলের অন্য ব্যাটারদের দৃঢ়তায় ৪২২ রানের রেকর্ড সংগ্রহ করে দলটি। ইনিংসে ৪৩টি চার ও ১৭ টি ছক্কা মারেন প্রাইম ব্যাংকের ব্যাটাররা। সর্বোচ্চ রান আসে নাঈমের ব্যাট থেকে। তিনি যখন আউট হন, তখনও প্রাইম ব্যাংকের বাকি ১১.৩ বল। একটু ধীরস্থিরভাবে খেলতে পারলে ডাবল সেঞ্চুরি হয়েই যেত। যদিও নাঈম জানালেন এনিয়ে তার কোনও আফসোস নেই, ‘লম্বা একটা ইনিংস খেলতে পেরেছি। খুব ভালো লাগছে। ওই সময় মনে হচ্ছিল আরেকটু মনোযোগ থাকলে ভালো হতো। আমি ৩৮ ওভারের সময় আউট হইছি, হয়তো ৪৪–৪৫ ওভার পর্যন্ত যেতে পারলে আলাদা কিছু করতে পারতাম। আক্ষেপ নাই। ১৭৬ করতে পেরে ভালো লাগছে। কোনও আক্ষেপ নাই।ব্রাদার্সের বোলিং আক্রমণ নিয়ে নাঈম বলেছেন, ‘ওরা বেস্ট অ্যাটাক নিয়ে নেমেছিল। আমি ব্যক্তিগত কোনও মতামত দিতে চাই না। আমি আমার বেস্টটা খেলার চেষ্টা করেছি।’

জাতীয় দলের এই ক্রিকেটারের ফুটওয়ার্ক নিয়ে সমস্যা ছিল। নিজের সমস্যা চিহ্নিত করে সেটা নিয়ে কাজ করে সফল হচ্ছেন বলে জানালেন নাঈম, ‘ফুটওয়ার্ক নিয়ে… দুই বছর যেভাবে কাজ করছি, এখনও একই প্রক্রিয়ায় ব্যাটিং করেছি। হয়তো বেশি অ্যাক্টিভ মনে হয়েছে।’

নাঈম আরও বলেছেন, ‘কাভার, এক্সট্রা কাভার নিয়ে আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি। এনসিএল থেকে এ জিনিসগুলো করছি। কিছু কিছু নির্দিষ্ট জায়গা থাকে, যেখানে রান করলে ভালো লাগে। চেষ্টা করছিলাম যেন মিস না হয়।’

রবিবার ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নাঈম। তবুও এটি তার সেরা ইনিংস নয়। ২০১৯ সালে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৩৬ রানের ইনিংসটিকেই সেরা মনে করেন নাঈম, ‘সম্ভবত না। আমি এর আগে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৩৬ এর বেশি করছিলাম, মনে হয়, ওটাই আমার লিস্ট এ ক্যারিয়ারে সেরা।’

ওপেনার নাঈমের ১৭৬ রান, সাব্বির হোসেনের ৭৩, সাজ্জাদুল হক রিপনের ৫০ এবং আব্দুল্লাহ আল মামুনের ৪০ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে প্রাইম ব্যাংক বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানও জমা করে। চারশ’র ওপরে রান বিশ্ব ক্রিকেটে অহরহ থাকলেও বাংলাদেশে এই প্রথম। সবমিলিয়ে ৯৭ বার চারশ কিংবা চারশ’র বেশি রান হয়েছে লিস্ট ‘এই ক্রিকেটে। নাঈম হাসতে হাসতে বললেন, তার এই ইনিংসের কারণেই এমন রেকর্ড সংগ্রহ হয়েছে, ‘আমি আছি দেখেই তো এরকম  হয়েছে (হাসি)। এরকম যখন হয়, খুব ভালো লাগে। দলের জন্য ভালো অবদান রাখতে পারলে… হয়তো এত ভালো শেষ হবে বুঝতে পারি নাই। এটা তো ইতিহাস, ভালো লাগছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন