ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরে ১৬ ঘন্টা) কারফিউ শিথিল থাকবে।

  • আপলোড তারিখঃ 28-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 645557 জন
চাঁদপুরে ১৬ ঘন্টা) কারফিউ শিথিল থাকবে। ছবির ক্যাপশন: এখন সংবাদ ২৪

নিজস্ব নিউজ//

চাঁদপুরে সব জায়গায়ের মতো দেশের  চলমান কারফিউয়ের সময় সীমা বাড়ানো-কমানো হয়েছে।   

সেই অনুযায়ী সোমবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত (১৬ ঘন্টা) কারফিউ শিথিল থাকবে এবং পূর্বের ন্যয় আট ঘণ্টা কারফিউ জারি থাকবে।রোববার (২৮ জুলাই) রাত ১০টার দিকে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিদ্ধান্তের আলোকে প্রতিদিন এক ঘণ্টা করে কারিফউ শিথিল করা হচ্ছে।

তবে কারফিউর নির্ধারিত সময় শেষ হলে ঘোষিত আইন কার্যকর হবে।

এদিকে, কারফিউর স্বাভাবিক সময়ে চাঁদপুর সব ধরনের যানবাহন চলাচল শুরু করেছে।

বিশেষ করে শহর অঞ্চলে আগের মতো যানবাহন চলাচল স্বাভাবিক। জেলার বাইরে থেকেও আসছে পণ্য ও যাত্রীবাহী পরিবহন।
এসব যানবাহন ও জনসাধারণের সার্বিক নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন বলে জানা যায়। 



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন