ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের তিন কার্যালয়ে অভিযান চালিয়ে ভুয়া ভ্রমণবিল উত্তোলনের প্রাথমিক প্রমাণ দুর্নীতি দমন কমিশন (দুদক)

  • আপলোড তারিখঃ 14-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 381671 জন
চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের তিন কার্যালয়ে অভিযান চালিয়ে ভুয়া ভ্রমণবিল উত্তোলনের প্রাথমিক প্রমাণ  দুর্নীতি দমন কমিশন (দুদক) ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন ://চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের তিন কার্যালয়ে অভিযান চালিয়ে ভুয়া ভ্রমণবিল উত্তোলনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিল-ভাউচার ছাড়া ভ্রমণব্যয় তোলার অভিযোগ অনুসন্ধানে ও অভিযান চালানো হয়।

রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি দল। ও সময় অভিযোগ সংক্রান্ত রেলের বেশকিছু নথিপত্র জব্দ করা হয়।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, দুদক সম্প্রতি রেলওয়ে পূর্বাঞ্চলে বিল-ভাউচার ছাড়া প্রায় সাড়ে ১০ লাখ টাকা ভ্রমণব্যয় তুলে নেয়ার একটি অভিযোগ পায়। এর ভিত্তিতে রবিবার অভিযান পরিচালনা করা হয়েছে।

দুদক দল রেলওয়ে পূর্বাঞ্চল, চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়, প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয় এবং  বিভাগীয় সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন এবং অভিযোগ সংক্রান্ত কিছু নথি জব্দ করেন।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম। ভাউচার না পেলেও রেজিস্ট্রার খাতায় ভ্রমণ বিল তোলা হয়েছে-এমন প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সহকারী পরিচালক সায়েদ আলম জানান, ‘রেলের কর্মকর্তাদের বিল-ভাউচার ছাড়া ভ্রমণ ব্যয় তোলার অভিযোগ পেয়েছিলাম। বিভিন্ন নথিপত্র আমরা দেখেছি। নানা জায়গায় অসঙ্গতি পেয়েছি। জব্দকৃত কাগজপত্র যাচাই-বাছাই শেষে আমরা দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন দেব।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ