সালমান খান ফিরছেন আবারও নিজের পরিচিত ঢঙে। ঈদুল ফিতর তাই সালমান ভক্তদের জন্য বিশেষ। সবাই অপেক্ষা করছেন তার নতুন সিনেমা ‘সিকান্দার’-এর জন্য। তবে ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। কারণ এই সিনেমার ২৬টি দৃশ্যে দেওয়া হয়েছে সংশোধন সতর্কতা।
সিনেমাটি ২১ মার্চ (শুক্রবার) ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে ছাড়পত্র পেয়েছে। এটি পেয়েছে ১৩+ সনদ। তবে সিনেমা থেকে বেশ কিছু বিষয় কাটছাঁট করার পরামর্শ দিয়েছে বোর্ড।বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার যেখানে যেখানে ‘হোম মিনিস্টার’ শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখানে সার্টিফিকেশন বোর্ড ‘হোম’ শব্দটি মিউট করার নির্দেশ দিয়েছে।