ঢাকা | বঙ্গাব্দ

ঈদে ঢাকায় ফাঁকায় কোনরকম দুষ্কৃত কারীদের ছাড় দেওয়া হবে না ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

  • আপলোড তারিখঃ 29-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 354329 জন
ঈদে ঢাকায় ফাঁকায় কোনরকম দুষ্কৃত কারীদের ছাড় দেওয়া হবে না ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক ://পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি হতে হবে। ঢাকায় এবার ঈদে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া র‌্যাব, আনসার সদস্য, বিজিবি এবং  সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।

ঈদুল ফিতর উৎসব মুখর এবং  নিরাপদ করতে পদক্ষেপ বিষয়ে এখন সংবাদ ২৪ নিউজের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সাক্ষাৎকারটি নিয়েছেন তৌহিদুজ্জামান তন্ময়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের জোর তৎপরতায় রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ব্যাপক পেট্রোল বাড়িয়েছি। বর্তমানে দিনে ২৫০ এবং রাতে ২৫০ পেট্রোল দায়িত্ব পালন করছে। প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লকরেড হচ্ছে। পুলিশি তৎপরতায় ছিনতাই এবং  চাঁদাবাজির মতো ঘটনা অনেকাংশে কমে গেছে। সবার সহযোগিতা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আসন্ন ঈদেও আশা করছি পুলিশের তৎপরতায় অপরাধ অনেকাংশে কম থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ