ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি ও ছাত্রদলের মধ্যে হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত

  • আপলোড তারিখঃ 02-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 342891 জন
বিএনপি ও ছাত্রদলের মধ্যে হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://সুনামগঞ্জের শাল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং  ছাত্রদলের মধ্যে হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শাল্লা থানা পুলিশ জানায়, কয়েক মাস ধরেই আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুর ইসলাম এবং  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে বুধবার বিকেলে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের ২৫ জন আহত হন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৮টার দিকে আবারও দুই পক্ষ শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে অবস্থান নেয়। এখনো দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আর যাতে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ