ঢাকা | বঙ্গাব্দ

গুগল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা যুক্ত করেছে

  • আপলোড তারিখঃ 04-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 385969 জন
গুগল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা যুক্ত করেছে ছবির ক্যাপশন: ১

অনলাইন খবর://বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। আজ গুগলের হোমপেজ খুললেই চোখে পড়ছে ছোট্ট জিআইএফ। যা বাংলার স্বাধীনতা উদযাপনের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের।

আজ ২৬ মার্চ, বাঙালি জাতির এক বিশেষ দিন। স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। পুরো বিশ্বে যেখানে বাঙালি আছেন, সবাই আবেগ ভরে পালন করছেন স্বাধীনতা দিবস।বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা যুক্ত করেছে। স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে গুগল হোমপেজে এই বিশেষ আয়োজন করেছে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে।গুগলের হোমপেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে, নীল-সাদা আকাশে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বাতাসে উড়ছে। নিচে ইংরেজিতে গুগল লেখা রয়েছে। ডুডলটিতে ক্লিক করলেই বিশেষ একটি পেজ খুলে যাচ্ছে, যেখানে লেখা রয়েছে‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।’


এর আগে ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করেছিল গুগল। তখন স্বাধীনতার ৪৩তম বার্ষিকী ছিল। এছাড়া বিজয় দিবসসহ বাংলাদেশের নানান গুরুত্বপূর্ণ দিবসে গুগল ডুডল প্রকাশ করেছে।

বিশেষ দিন উপলক্ষে হামেশাই নতুন রকমের ডুডল প্রকাশ করে গুগল। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়। তারপর থেকে যত দিন এগিয়েছে ততই নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এই বিশেষ ডুডল।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন