ঢাকা | বঙ্গাব্দ

ঈদকে কেন্দ্র করে ‘আবেগকে’ পেছনে রেখে গণমাধ্যমকর্মীদের ভাবতে হয়

  • আপলোড তারিখঃ 07-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 333645 জন
ঈদকে কেন্দ্র করে ‘আবেগকে’ পেছনে রেখে গণমাধ্যমকর্মীদের ভাবতে হয় ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://পৃথিবীর সেরা ধর্ম ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ আল্লাহর পক্ষ থেকে অন্যতম এক নেয়ামত। যা পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ির পানে ছুটতে চান বেশিরভাগ মানুষ। তবে ঈদকে কেন্দ্র করে ‘আবেগকে’ পেছনে রেখে গণমাধ্যমকর্মীদের ভাবতে হয় ভিন্নভাবে; ছুটতে হয় খবরের পেছনে। যখন সব অফিস-আদালত বন্ধ তখনও কর্মব্যস্ত থাকে গণমাধ্যমগুলোর অফিস। এ সময়ে দায়িত্বে থাকা গণমাধ্যমকর্মীদের ব্যস্ততা অন্য সাধারণ সময়ের তুলনায় বেশি।ঈদের আনন্দ, পরিবারের সমাবেশ, মিষ্টি হাসি আর উৎসবের আমেজ—সবকিছুই ঈদ ঘিরে মানুষের জীবনে বিশেষ রং ছড়ায়। কিন্তু ঈদের দিনে যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটায়, তখন গণমাধ্যমকর্মীরা তাদের দায়িত্ব পালন করতে অফিসে ব্যস্ত সময় পার করেন। ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার আর নোটবুক নিয়ে তাদের ঈদ কাটে সংবাদ লেখায়, পরিবেশনায়, অনুষ্ঠান প্রযোজনায় অথবা প্রিন্ট মিডিয়ার কাজে।  জাতীয় পত্রিকা ঈদের ছুটিতে তিন দিন প্রকাশিত হয় না। অবাধ তথ্য প্রবাহের যুগে এখন প্রায় প্রতিটি পত্রিকারই অনলাইন সংস্করণ রয়েছে। মুদ্রিত পত্রিকা প্রকাশ না হলেও প্রিন্ট মিডিয়ার অনলাইন ও ডিজিটাল মাধ্যম সক্রিয় থাকে।তাই অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশনগুলোতে ঈদের দিনেও ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশন চলে। সংবাদকর্মী, ক্যামেরাপার্সন, এডিটর, প্রডিউসার, টেকনিশিয়ানসহ অনেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না। সকাল থেকেই তাদের সংবাদ পরিবেশনে ব্যস্ত থাকতে হয়। 

পরিবারের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ :

যেসব গণমাধ্যমকর্মী অফিসে ডিউটি করেন, তাদের অনেকেই পরিবারের সঙ্গে ভিডিও কল বা ফোনে কথা বলেন। মায়ের আক্ষেপ, বাবা-ভাইয়ের অভিমান, সন্তানের কান্না—সবই তারা মেনে নেন দায়িত্বের তাগিদে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ