ঢাকা | বঙ্গাব্দ

প্রতিপাদ্য নিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে বর্ষবরণ শোভাযাত্রা করেছে এবি পার্টি

  • আপলোড তারিখঃ 14-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 363111 জন
প্রতিপাদ্য নিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে বর্ষবরণ শোভাযাত্রা করেছে এবি পার্টি ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ;//নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে বর্ষবরণ শোভাযাত্রা করেছে এবি পার্টি।

সোমবার (১৪ এপ্রিল) এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব বর্ষবরণ শোভাযাত্রাটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন বাংলা নববর্ষ বাঙালি প্রাণের উৎসব। ফ্যাসিবাদী অপশক্তি বাঙালি জাতি সত্তা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করে যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। দীর্ঘ সময় বাংলা নববর্ষ আটকে ছিলো ধর্মীয় বিভক্তি, বাঙালি বাংলাদেশি বিভক্তি, ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে। আমাদের মনে রাখতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই মাটির সন্তান। এই মাটির সব সংস্কৃতিই আমাদের ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি। কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় কাজ করছে। অনেকে মনে করেছে, এ সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকতে চাচ্ছে। কিন্তু সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এ ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি। কাজেই এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে।শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করে ড.সুকোমল বড়ুয়া বলেন, এবি পার্টি আমার দেহ ও মনোজগতের মধ্যে জায়গা করে নিয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন এবি পার্টির পক্ষেই সম্ভব। সবধরনের সংস্কৃতিকেই এবি পার্টি ধারণ করে। রাষ্ট্রযন্ত্র বিনির্মাণে এখন এবি পার্টির প্রয়োজন অনস্বীকার্য। আজ নববর্ষের যাত্রার দিন, অতীতের জরাজীর্ণতা ছাড়িয়ে নতুনের যাত্রা, এসব স্মৃতিকে নিয়েই আমাদের নতুন বাংলাদেশ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন