ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ফুটবলার সামিত সোমকে নিয়ে বেশ আলোচনা

  • আপলোড তারিখঃ 11-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 370583 জন
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ফুটবলার সামিত সোমকে নিয়ে বেশ আলোচনা ছবির ক্যাপশন: ১

বংশোদ্ভূত কানাডার ফুটবলার সামিত সোমকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। অবশেষে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এই মিডফিল্ডার জানিয়ে দিয়েছেন  লাল-সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান।

এখন সামিত হ্যাঁ বলায় রবিবার থেকে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাফুফে। এ বিষয়ে আজ বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়ায় এগোতে হবে, কতদিন লাগবে এসব জানতে চেয়েছে সে।’এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচের আগেই সামিতের সব আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে।কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার সামিত। ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৭টি ও ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন ৪টি ম্যাচ। ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেন দুটি ম্যাচ। 

২৭ বছর বয়সী সামিতের জন্ম কানাডায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না মনে করছে বাফুফে। তবে সামিত এর আগে কানাডার জাতীয় দলের হয়ে খেলায় ফিফার অনুমতি লাগবে।

এ বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘সামিত বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর বিষয়ে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন