ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি নেতা হাজী জহিরের পিতার জানাযা সম্পন্ন; আমিনুল হকের শোক

  • আপলোড তারিখঃ 23-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 359379 জন
বিএনপি নেতা হাজী জহিরের পিতার জানাযা সম্পন্ন; আমিনুল হকের শোক ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক ://

ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানার যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম জহির এর বাবা আক্কাস আলী মেম্বার বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

 

আজ বুধবার বাদ জোহর ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানার কামাড়পাড়া স্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।


 নামাজে জানাজায় বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাজা শেষে তুরাগ থানার ৫৪ নং ওয়ার্ডে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এছাড়াও নামাজে জানাজায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আফাজ উদ্দিন আফাজ, মাহবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সদস্য ইব্রাহিম খলিল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ রাশেদ পাঠান সহ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


জানাজার পূর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। আমিনুল হক বক্তব্যে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 



মোঃ জাকির হোসেন 

বুধবার, ২৩ এপ্রিল।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন