ঢাকা | বঙ্গাব্দ

সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন

  • আপলোড তারিখঃ 03-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 647643 জন
সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

এমআই হৃদয়//

নোয়াখালী জেলার  বেগমগঞ্জে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিনের মা কহিনুর বেগম, অটোরিকশাচালক জসিম উদ্দিন ও তার মা তাহেরা বেগম। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাস চাপায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া তিন জন আহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক-হেলপার পালিয়ে গেলেও বাস জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




কমেন্ট বক্স
notebook

পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙামাটির তাজিম