চট্টগ্রামের মাঠের পূর্ব পাশে ততক্ষণে শেষ দিকে জিম্বাবুয়ের অনুশীলন। হঠাৎ-ই ব্যস্ততা পশ্চিম পাশের নেটে। মাঠকর্মীরা তুলে দেন উইকেটের ওপরের কাভার। কিছুক্ষণ পর ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসেন মুশফিকুর রহিম। পেছন পেছন কিট-ব্যাগ নিয়ে হাজির তার ব্যক্তিগত সহকারী। অথচ বাংলাদেশের অনুশীলন শুরু হতে তখনও বাকি দুই ঘণ্টা।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর ২টার কিছুক্ষণ আগে অনুশীলন শুরু করে বাংলাদেশ। তবে বেলা ১২টা বাজতেই মাঠে চলে আসেন মুশফিক। নেট বোলারদের নিয়ে ঘণ্টাখানেক ব্যাটিং করেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান।
এরপর দলীয় অনুশীলনেও শুরু থেকেই দেখা যায় মুশফিকের উপস্থিতি। নতুন কিছু অবশ্য নয়। যে কোনো ম্যাচের আগে বা অন্য সময়ের প্রস্তুতিতে তার জন্য এটি নিয়মিত চিত্র। গত এক যুগের বেশি সময় ধরেই দলের যে কারও চেয়ে বেশি সময় অনুশীলনে কাটান মুশফিক।